সেবার তালিকা
কারাগার একটি সেবামূলক সরকারি প্রতিষ্ঠান। বন্দি এবং তাদের আত্মীয়-স্বজনদের যেসব সেবা প্রদান করা হয়ে থাকে তা নিম্নরূপঃ-
দর্শনার্থীদের জন্য (ক) আত্নীয়-স্বজন ও আইনজীবীর সাথে দেখা-সাক্ষাতের সু-ব্যবস্থা রয়েছে। (খ) দর্শনার্থীদের বিশ্রামের জন্য বিশ্রামাগার রয়েছে। (গ) মাতৃদুদ্ধ কর্ণার ও মহিলাদের জন্য নামাজের স্থান রয়েছে। (ঘ) নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক পৃথক স্বাস্থ্যসম্মত টয়লেট এর ব্যবস্থা রয়েছে। (ঙ) দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা রয়েছে। (চ) বন্দিদের জন্য তার আত্মীয়-স্বজন কর্তৃক সুলভে শুকনা খাবার, কোমল পানীয় ও ফলমূল ক্রয়ের জন্য বাহিরে একটি ক্যান্টিন রয়েছে। (ছ) ভিতর ক্যান্টিন হতে একই ধরনের মালামাল ক্রয়ের জন্য পিসি (প্রিজনার ক্যাশ) তে টাকা জমা দেয়ার সু-ব্যবস্থা রয়েছে। (জ) ওয়ান স্টপ সার্ভিস সেন্টার রয়েছে। যেখানে সকল সেবার তথ্যাদি একই ডেস্ক থেকে দ্রুততম সময়ে প্রদান করা হয়। (ঝ) দর্শনার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ বিনামূল্যে জমা রাখার সু-ব্যবস্থা রয়েছে।
বন্দিদের জন্য (ক) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক ধর্মীয় ও গণশিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। (খ) হিন্দু ধর্মীয় বন্দিদের জন্য একজন অবৈতনিক হিন্দু ধর্মীয় শিক্ষক রয়েছে। (গ) বন্দিদের বিনোদন ও জ্ঞান অর্জনের জন্য একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে। (ঘ) বন্দিদের বিনোদনের জন্য টেলিভিশন রয়েছে। (ঙ) ক্যারম, দাবা, লুডু প্রভৃতি খেলাধুলার মাধ্যমে বন্দিরা বিনোদন পেয়ে থাকেন। (চ) স্থানীয় ব্যবস্থাপনায় বন্দিদের বিনোদনের জন্য দৈনিক পত্রিকা সরবরাহ করা হয়। (ছ) বিশেষ বিশেষ দিবসে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। (জ) মহিলা বন্দিদের র্টেইলারিং ও সেলাই প্রশিক্ষণ দেয়া হয় এবং পুরুষ বন্দীদের ইলেক্ট্রলিক ও কৃষি, প্রশিক্ষণ দেয়া হয়। যাতে করে তারা কারাগার থেকে মুক্তিলাভের পর আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। (ঝ) সশ্রম সাজাপ্রাপ্ত বন্দিদের ভাল কাজ ও ভাল আচরণের জন্য রেয়াত প্রদান করা হয়। (ঞ) বিশেষ দিবসে সরকারী আদেশে বিশেষ বিশেষ বন্দিদের মুক্তি প্রদান করা হয়। (ট) কারাভ্যন্তরে মাদকাসক্ত বন্দীদেরকে নিয়মিত কাউন্সেলিং করা হয় এবং তাদের শরীরচর্চার ব্যবস্থা রয়েছে। |
সেবা পাবার জন্য কারা ফটকের সামনে অবস্থিত রিজার্ভ গার্ড/অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করতে হবে।
|
বন্দির আত্মীয়-স্বজনদের সেবা প্রদানের লক্ষ্যে কারা ফটকের সামনে সিটিজেন চার্টার টানানো রয়েছে। সেবা পেতে অসুবিধা হলে সিটিজেন চার্টার-এ লিপিবদ্ধ জেল সুপার ও জেলার এর টেলিফোন নাম্বারে যোগাযোগের মাধ্যমে সেবা গ্রহণ নিশ্চিত করা যাবে।
|